স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেন। এলাকার আইনশৃংখলা রক্ষায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে সম্প্রীতি বজায় থাকলে বর্তমান বাংলাদেশ আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এছাড়াও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ও জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ধর্মীয় আলোকে মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে জোর প্রদান করে অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।