শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৪২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করার জন্যই বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট একঘরে। তারা পথ না পেয়ে আজ ভিন্ন কর্মসূচি বেচে নিয়েছে। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা তখন ভেবেছিল বাংলার জমিনে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধ্বনী উচ্চারনের কোন মানুষ থাকবে না। আজ তাদের অসৎ পরিকল্পনা দেশের মানুষ বুঝে আবারও আওয়ামীলীগেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। এমপি আবু জাহির আরও বলেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামীলীগের শুধু সহযোগি সংগঠন নয় তারা আওয়ামী সরকারের একঝাক সৈনিক। বিএনপি-জামায়াতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট উপজেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জের সাংসদ মোঃ আব্দুল মজিদ খান, চুনারুঘাট-মাধবপুরের এমপি এডঃ মাহবুব আলী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপদেষ্টা সদস্য আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু পিপি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com