স্টাফ রিপোর্টার ॥ শহরের বাসা-বাড়ী নির্মানের সময় পৌরসভার বিল্ডিং কোড অনুসরন করতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, স্থাপনা নির্মানের সময় রাস্তা বা ড্রেনের জন্য কিছু জায়গা ছেড়ে দিলে জনগনের চলাচল ও ড্রেনের পানি নিস্কাশন সহজ হয়। সংসদ সদস্য আবু জাহির গতকাল মঙ্গলবার পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিপুর ইসলামনগরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।
হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে দুটি রাস্তা ও ড্রেন প্রথম রাস্তাটি হচ্ছে ৬নং ওয়ার্ডের উত্তর শ্যামলী মেইন রাস্তা থেকে এডভোকেট লুৎফুর রহমানের বাসার সম্মুখ হয়ে ড্রেইনের ওয়াল উচু করা, স্ল্যাব, ড্রেইন ও রাস্তা নির্মাণ। এ কাজ সম্পন্ন করতে পৌরসভার ব্যয় হবে প্রায় ১০ লক্ষ টাকা। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে হরিপুর রাস্তা থেকে জামিয়া নূরীয়া ইসলামনগর মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা ও আরসিসি ড্রেইন নির্মাণ। এগুলো নির্মাণ করতে পৌরসভার ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা। ৪ ও ৬নং ওয়ার্ডের এ দুটি প্রকল্পের ফলক প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পুরাতন খোয়াই নদীর দুই পাড়েই দৃষ্টিনন্দন রাস্তা নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দেয়া হবে।