শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জ পৌরসভার পৌর কর সেবা সপ্তাহের আজ ৩য় দিন

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ শুভ উদ্বোধন করেন। পৌরসভার উন্নয়নে/কর দেবো খুশি মনে- এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরকর সেবা সপ্তাহ ২০২৩ এর আজ ৩য় দিন।
হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও উপ-পরিচালক স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ সাদিকুর রহমান নবীগঞ্জ পৌরসভার কর মেলা পরিদর্শন করেন।
পৌরকরের উপর গুরুত্বারোপ করে অতিথিরা বলেন, পৌরকর এখনও যারা প্রদান করেননি আপনারা যতদ্রুত সম্ভব পৌরকর প্রদান করে পৌরসভার চাকা সচল রাখতে সহযোগিতা করবেন। ৮০% এর উপর কর আদায় না করলে বিভিন্ন বরাদ্দ থেকে পৌরসভাকে বঞ্চিত হতে হয়। নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর সেবা সপ্তাহ’ প্রতিবছর উদযাপন করার জন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে অভিনন্দন জানান অতিথিরা। মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌর কর সেবা সপ্তাহে পরিদর্শনে আসার জন্য স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরকর সেবা সপ্তাহে পৌরকরদাতাদের উপস্থিতি আশাব্যঞ্জক। গত দুই দিনের তুলনায় আজ পৌর করদাতাদের উপস্থিতি বেশি ছিল। এই তিনদিনের মতো আগামী দুই দিনও পৌর করদাতাদের ব্যাপক সাড়া পাবো বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। সম্মানিত পৌরকরদাতারা পৌরকর প্রদান করে নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ ৩য় দিনে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।
উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ১০% রিবেট সুবিধাসহ করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ। ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ এর আজ ৩য় দিনেও পৌরকরদাতারা স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ‘পৌরকর সেবা সপ্তাহ’ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com