মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বলেছেন- মানুষ এখন শহরের চেয়ে গ্রামে বসবাস করা স্বাচ্ছন্দ মনে করেন। গ্রামে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিল্পায়ন, নারী কর্মসংস্থান, শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছে। আজ গ্রামে বসে বিশ্বের যে কোন প্রান্তে যোগাযোগ করা খুবই সহজ হয়েছে। যাদের ঘর ছিলনা সরকার সে সব গৃহহীন মানুষকে সরকারি খরচে ঘর তৈরি করে দিয়েছে। মানুষের আয়ের সক্ষমতা ও কাজের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল আজ সফল হয়েছে। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে সকল ষড়যন্ত্র পেছনে ফেলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে হালুয়াপাড়া ও গোপালপুর গ্রামের ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, ইউপি সদস্য মজিবুর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ।