স্টাফ রিপোর্টার ॥ ৫ দিন ব্যাপী পৌর কর সেবা সপ্তাহ ২০২৩’ শুভ উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ শুভ উদ্বোধন হয়। ‘পৌর সেবার উন্নয়নে-কর দেবো খুশি মনে’- এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ এর আজ ২য় দিন।
পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরকর সেবা সপ্তাহে পৌরকরদাতাদের উপস্থিতি আশাব্যঞ্জক। গতকালের মতো আগামী ৩ দিনও পৌরকরদাতাদের ব্যাপক সাড়া পাবো বলে আমি মনে করি। সম্মানিত পৌরকরদাতারা পৌরকর প্রদান করে নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রেরণা যোগাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ ২য় দিনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, সমাজসেবক ওয়াহিদুজ্জামান জুয়েল সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।
উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ১০% রিবেট সুবিধাসহ করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ। পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ এর ২য় দিনেও করদাতাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর ২০২৩ইং পর্যন্ত ‘পৌরকর সেবা সপ্তাহ’ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।