স্টাফ রিপোর্টার ॥ নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরই নারীর ক্ষমতায়নে উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় সংসদে নারী আসন সংরক্ষণ করেছিলেন। তা আরও এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের ৬০ শতাংশ চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন। যুগানস্তকারী এই পদক্ষেপে এইচএসসি পাস করে একজন নারী খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ফলে যৌতুকের ব্যাধি থেকে মেয়েরা রক্ষা পেয়েছেন। তাদের পরিবার এখন মাথা উঁচু করে সমাজে বাস করছেন।
তিনি আরও বলেন, আমাদের সরকার জাতীয় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নাম সংযোজন করেছে। এভাবেই নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন শেখ হাসিনা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঈনুল হক আরিফ, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু প্রমুখ। সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম এ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীসহ দুই সহশ্রাধিক নারী উপস্থিত ছিলেন।