বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হাওড়ের পরিবর্তিত জলবায়ুতে অভিযোজিত পদ্ধতিতে ফসল আবাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। খামার বাড়ির মহাপরিচালক মোঃ তাজুল ইসলামেরর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়-য়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তাজুল ইসলাম পাঠুয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী, সাংবাদিক এস এম খোকন, ইউপি সদস্য মোবারক হোসেন, কৃষক নুরুল আমীন, এনামুল হক, বীজ ডিলার হোসেন আহমদ প্রমুখ। পরে বানিয়াচং উপজেলার পুর্বের হাওড়ে বিভিন্ন কৃষকের জমি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।