নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের রাজাবাদের বাসিন্দা নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনের পিতা নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল মতলিবের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা চৌধুরী ফয়ছল শোয়েব, হাজী আবু সালেক, মাহবুবুল আলম সুমন, শ্রমিকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রাব্বি আহমেদ চেীধুরী মাক্কু, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ কাচা মিয়া, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হক লিটন, সম্পাদক মীর রাসেল, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিজিল মিয়া, সাইফুল মিয়া, কামরুল মিয়া, রাজু আহমেদ, খালিছ মিয়া, কামরুল ইসলাম, শামীম মিয়া প্রমুখ।