প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার বাদ জুমআ সংগঠনের জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শহর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, জেলা অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শিব্বির আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল, মোঃ আব্দুল হাকিম মুন্সী প্রমুখ।
বক্তাগণ অসহায় ফিলিস্তিনীদের উপর ইয়াহুদি কর্তৃক বর্বর হামলা বন্ধ করতে সকল মুসলমান সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।