স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ গণকেন্দ্র পাঠাগারে ব্র্যাক আইডিপির পক্ষ থেকে এক সেট কম্পিউটার প্রদান করা হয়েছে। আদর্শ পাঠাগারের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিরিনা আক্তার এর কাছে ব্র্যাক আইডিপির পক্ষ থেকে কম্পিউটার হস্তান্তর করেন কামালখানী সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী ফকরুল আলম ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের যুব কমিটির সভাপতি সাংবাদিক মখলিছ মিয়া, ব্র্যাকের আল আরিফ ও লাইব্রেরীয়ান রোমানা খানম রুবী।