প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মুফতি আলাউদ্দিনের বিদেশ গমণ উপলক্ষে গত ২১ আগষ্ট রোজ বৃহস্পতিবার বাদ জোহর কলেজ রোডস্থ নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারী প্রভাষক মুহাম্মদ আঃ করিম। অন্যান্যের মধ্যে থানা সভাপতি হাফিজ খালিদ সাইফুল্লাহ খান, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাহ আলম, থানা সেক্রেটারী মাওলানা ফায়সল তালুকদার, পৌর সেক্রেটারী মাহবুব খান, শেরপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ওয়াজেদ আলী, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আঃ করিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সদরুদ্দিন, থানা শাখার সম্পাদক আঃ মান্নান, পৌর অফিস সম্পাদক হাফিজ আলাউর রহমান, পৌর ওয়ার্ডের দায়িত্বশীলদের মধ্যে, মোস্তফা আহমদ, হাফিজ শামসুল ইসলাম, জাকারিয়া আহমেদ, শেখ শাকিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।