স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ পুলিশ যদি সন্দেহভাজনদের ব্যাপারে তাৎক্ষনিক পদক্ষেপ নিতো তাহলে আমার সন্তানকে জীবিত উদ্ধার করতে পারতাম। পুলিশের কাছে সন্তান নিখোঁজের বিষয়ে লিখিত দিয়েছিলাম কিন্তু তারা এ বিষয়টাকে কোন পাত্তা না দিয়ে হারানো বিজ্ঞপ্তি প্রকাশের পরামর্শ দেয়। আজ আমার সন্তানের পঁচা মরদেহ নিয়ে ফিরতে হলো। আল্লাহ তুমি বিচারের মালিক। নিহত নাঈমের বাবার এমন বিলাপে থানার পরিবেশ ভারী হয়ে উঠছিলো। তিনি মাটিয়ে গড়াগড়ি খাচ্ছিলেন। বুক ছাপড়িয়ে বিলাপ করছিলেন আর সন্তান খুনের বিচার চাচ্ছিলেন। রবিবার সকালে চুনারুঘাটের রঘুনন্দন পাহাড় থেকে এক অজ্ঞাত কিশোরের গলাকাট লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়টি ফেসবুকে ভাইরাল হবার পর নিহতের বাবা নিদান মিয়াসহ স্বজনরা চুনারুঘাট থানায় এসে মরদেহ সনাক্ত করেন। নিহত নাঈমের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে। নাঈম মাদ্রাসায় লেখাপড়ার পাশা-পাশি মিশুক চালিয়ে সংসারের খরচ চালাতো। নাঈমের বাবা নিদান মিয়া বলেন, ৪ দিন আগে বৃহস্পতিবার তারপুত্র নাঈম মিশুক নিয়ে বের হয়। রাত অবদি ফিরে না আশায় তিনি এ বিষয়ে হবিগঞ্জ থানায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নামে জিডি করেন। পুলিশ জিডি নিয়ে মাঠে নামার আগেই ঘাতকরা নাঈমকে খুন করে মিশুকটি নিয়ে যায়।