স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিবিড়ভাবে মনযোগী হওয়া প্রয়োজন; যে বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক এবং অভিভাবকরা। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের গ্রামে থেকেও উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছি। এতে তোমরা নিশ্চয়ই আনন্দিত। তোমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে এবং অভিভাবকদের অনুরোধ করবে তাঁরা যেন এই ধারা অব্যাহত রাখতে যেন শেখ হাসিনার পাশে থাকেন।
দুপুরে এমপি আবু জাহির জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসায় প্রাঙ্গণে পৌঁছলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার সহশ্রাধিক মানুষ জড়ো হন। তাঁরা এমপি আবু জাহিরকে ফুল দিয়ে বরণ করেন। এরপর এমপি আবু জাহির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েক মিনিট বক্তব্য রেখে তাদের ছুটির ব্যবস্থা করেন। পরে জিরুন্ডা মানপুর গ্রামবাসীর অংশগ্রহণে সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিগত দিনে এমপি আবু জাহির এর মাধ্যমে এলাকায় নানা উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা। এই ধারাবাহিকতা রক্ষায় তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ মতিন, এনামুল হক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আহমেদ, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ।
সুধী সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দুই সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৌকা প্রতীকের শ্লোগানে মুখড়িত হয় মাদ্রাসা প্রাঙ্গণ।