স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র টাউন হল সড়কের গেজেট নামে মোবাইল ফোনের দোকানে দুঃসাহিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শহরের প্রধান সড়কে এমন একটি দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। এর সপ্তাহখানেক আগে তিনকোনা পুকুরপাড়ে ৭টি দোকানে চুরি হলেও পুলিশ কোনো ক্লু উদঘাটন করতে পারেনি। এতে করে ব্যবসায়ীরা মনে করেন অচিরেই তাদের দমন করা না হলে আরও দোকানপাটে চুরির ঘটনা ঘটবে। জানা যায়, ওই দোকানের মালিক আরাফাত খান চৌধুরী দোহা গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে। এর মাঝে নগদ টাকা ও ৫ লক্ষ টাকা মূল্যের ৩৫টি এন্ড্রয়েট মোবাইল ফোন নিয়ে গেছে চোরের দল। খবর পেয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সদর থানার ওসি (তদন্ত) বদিউজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় চোর দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা বিকল করে দেয়। এরপর চুরি করা হয়।
তবে ওসি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে। আতংকে ব্যবসায়ীরা ॥ ৫ লক্ষ টাকার মালামাল খোয়া ॥