স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পদত্যাগকারী মেয়র জি কে গউছ, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, রুবেল আহমেদ চৌধুরী ও মুশফিক হোসেনসহ ৫ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন হবিগঞ্জের আদালত। এদিকে জি কে গউছকে ডিভিশন দেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় গ্রেপ্তার করা জি কে গউছকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগনিজেন্স-১) মো: জাকির হোসাইনের আদালতে আনা হলে তিনি এ আদেশ দেন। এ সময় সাবেক মেয়র জি কে গউছসহ নেতাকর্মীদের এক নজর দেখার জন্য ভিড় করেন নেতাকর্মীরা। এ ভিড় সামলাতে বিপুল পুলিশকে হিমশিম খেতে হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে জি কে গউছ কারাগারে থাকাকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ঢাকায় ডিবি কার্যালয়ে গত বুধবার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন হাইকোর্ট থেকে হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন নেতাকর্মীরা।