চুনারুঘাট প্রতিনিধি ॥ যুক্তরাজ্যের ক্যামডেনের লেবার পার্টির কাউন্সিলর চুনারুঘাটের কৃতি সন্তান মিসেস সমতা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১২ টায় চুনারুঘাট সদর ইউনিয়ন কমপ্লেক্সে এ সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ক্যামডেনের লেবার পার্টির কাউন্সিলর মিসেস সমতা খাতুন। ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সচিব রান্টু কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মীর সিরাজ আলী, ইউপি সদস্য আলহাজ্ব আজগর আলী, মীর সায়েব আলী, মনিরুজ্জামন চৌধুরী সেফাজ, আঃ আহাদ, ইউপি মহিলা সদস্য সালেকা খাতুন, সাবেক ইউপি মহিলা সদস্য আছিয়া খাতুন, স্বপন চৌধুরী প্রমুখ। সভায় এলজিএসপির ১০ জন মহিলা শ্রমিক, গ্রাম পুলিশ, চৌকিদারদের নগদ ২শ টাকা ও ক্যান্সার রোগী মোঃ চেরাগ আলীকে ৫ হাজার টাকা প্রদান করেন। মিসেস সমতা খাতুন বলেন, ক্যামডেন লেবার পার্টি থেকে ২য় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হলেও আমি বাংলাদেশী। সংবর্ধনা সভায় আমি গর্ববোধ করছি। আমি চুনারুঘাটের মানুষের জন্য কিছু করতে চাই। আমি সকলের দোয়া চাই। উল্লেখ্য যে, বিট্রিশ কাউন্সিলর সমতা খাতুন চুনারুঘাটের নরপতি গ্রামের কৃতি সন্তান।