স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকার একটি বাসা থেকে তালা ভেঙ্গে ডিসকোবারী ১২৫ সিসি একটি মোটর সাইকেল গত বুধবার ভোর রাতে চুরি করে নিয়ে গেছে কে বা কারা। জানা যায়, শহরের পরান মুন্সেফী এলাকার ২৯সি বাসার গেইটের তালা ভেঙ্গে কে বা কারা মোটর সাইকেলটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে বাসার লোকজন মোটর সাইকেল চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।