আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক (২২) মারা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে ওই যুবক মনতলা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পাশে গাঙ্গাইল নামক স্থানে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় নুসরা জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোঃ আবু সায়েম মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসাধিন অবস্থায় রাতে ওই যুবক মারা যায়।