স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ও সদর আধুনিক হাসপাতালে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এসব কুকুরের ভয়ে রোগী ও তাদের স্বজনরা আতংকে রয়েছেন।
ইদানিং হাসপাতালের ওয়ার্ডের ভেতরে রোগীরা ভাত ও তরিতরকারী ফেলার কারণে বেওয়ারিশ কুকুর হাসপাতালে আশ্রয় নিয়েছে। এসব খেতে গিয়ে কুকুরগুলো হাসপাতালে আগত লোকজনকে কামড়িয়ে আহত করছে। বৃহস্পতিবার সকালে কুকুরের কামড়ে আহত হয়েছেন- সফিক মিয়া, করিম মিয়া ও শ্যামল, সায়েম ও শান্তা ইসলাম। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রোগীরা জানান, কুকুরের ভয়ে তারা আতংকে রয়েছেন। আহত রোগীদের অভিযোগ পৌর কর্তৃপক্ষ এসব বেওয়ারিশ কুকুর নিধন না করায় জন সাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে।