স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে পুলিশ সুপার কামরুল আমীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। হবিগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত ও সহকারী পুলিশ সুপার উত্তর মোঃ নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন এএসপি (সি.আই.ডি) বসুদত্ত চাকমা, এএসপি হেড কোয়াটার সদর মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার সামসুল আরেফিন, ওসিদের পক্ষে আজমিরীগঞ্জ ওসি তৈমুর বখত, আর.ও কাওছার আলম, আর.আই মোঃ জামাল উদ্দিন, ফারুক হোসেন, মনির হোসেন, উম্মে কুলসুম, সিজিল মিয়া।
বিদায়ী পুলিশ সুপার বলেন, চাকুরীজীবিরা জানেন যে বদলী তাদের কর্মেরই অংশ। আমি আসার আগে হবিগঞ্জে মারামারি প্রচুর ছিল কিন্তু আমি এসে সেই মারামারি রোধ করেছি। হবিগঞ্জ জেলার প্রতিটি পুলিশের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করেছি। হবিগঞ্জ জেলার পরিবেশ ও মানুষের কথা আমার মনে থাকবে। পুলিশদের উদ্দেশ্যে বলেন, পুলিশ নিজের কাজ সত্যের সাথে করে যাবে। আমি চলে যাওয়ার পর কেহ যেন বলতে না পারে পুলিশ সুপার তাদেরকে কোন শিক্ষা দিতে পারে নাই।