শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আরজিনার ডাক্তার হওয়ার বাধা দারিদ্র

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে আরজিনা আক্তার। ২০১২ সালে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সে। আরজিনা মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিক্সা চালক তিতন মিয়ার মেয়ে। ভিটে বাড়ি ছাড়া সহায় সম্বল কিছুই নেই তিতন মিয়ার। এতদিন বাবা রিক্সা চালিয়ে যা আয় করতেন তা দিয়েই সংসার চালিয়ে মেয়ের লেখাপড়ার খরচ যোগাতেন। মা মনোয়ারা বেগম পরের বাড়িতে কাজ করে ৫ ভাই এক বোন সহ ৮ জনের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। আরজিনার বড় ভাই জাকির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। এ অভাবের সংসারে মা বাবার প্রবল ইচ্ছা আরজিনার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করবেন। কিন্তু বাধা হয়ে দাড়িয়েছে দারিদ্রতা ও অর্থসংকট।
বাবা তিতন মিয়া জানান, এতদিন রিক্সা চালিয়ে গ্রামের কলেজে মেয়ের লেখাপড়ার খরচ খেয়ে না খেয়ে দিয়েছি। কিন্তু এখন আমি অসুস্থ হয়ে কোনো কাজকর্ম না করতে পেরে কিভাবে মেয়েকে ভর্তি করিয়ে খরচ দেব ? এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আরজিনার মা মনোয়ারা বেগম বলেন, মেয়ের ভাল ফলাফলে খুশি হলেও তার ভবিষৎ নিয়ে চিন্তায় আছি। আমি যা রোজগার করি তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আরজিনা জানায়, স্কুল থেকে কলেজ পর্যন্ত সব শিক্ষকই আমাকে উৎসাহ যুগিয়েছে। আরজিনা তার ভবিষ্যতের ডাক্তার হওয়ার স্বপ্ন যাতে পূরণ হয় সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। কলেজের অধ্যক্ষ আজগর আলী জানান, আরজিনা কোনো দিন ক্লাশ ফাঁকি দিতে দেখিনি। কোনো কিছু না বুঝলে স্যারদের কাছ থেকে পড়া আদায় করার ক্ষমতা ছিলো অদম্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com