স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চান মিয়া মসজিদের সম্মুখে এক রাতে সাতটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা ওই এলাকার ওয়াসিম উদ্দিন খানের মেসার্স বিসমিল্লাহ ইলেকট্রনিক্স থেকে লক্ষাধিক টাকা, আব্দুর রহিমের মেসার্স আমিনা ফ্যাশন প্রায় ২০ হাজার টাকার কাপড়, শাহেদ আলীর শাহাদাত টেলিকম থেকে প্রায় দশ হাজার টাকার মালামাল, মেসার্স সঞ্জু অটো সার্ভিসিং, মেসার্স বনফুল ফার্নিচার, মেসার্স আইটি কর্ণার দোকানগুলো থেকে উল্লেখিত মালামাল লুট করে নিয়ে যায়। চোরেরা দোকান গুলির উপরের টিনের চাল কেটে কেটে ভেতরে প্রবেশ করে। প্রতি বছরই এভাবে একই কায়দায় চুরি সংঘটিত হচ্ছে। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ব্যকস নেতা রকিব উদ্দিন উজ্জ্বল ঘটনা স্থলে ছুটে যান। এ সময় সদর থানায় অবগত করলে একজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ব্যকস সভাপতি শামছুল হুদা বলেন, এভাবে যদি এক রাতে সিরিজ চুরির ঘটনা ঘটে তাহলে আমার ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা পরিচালনা করবো। শহরের চিহ্নিত চোরগুলিকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানান তিনি।