বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুটি হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কিবরিয়া ব্রিজ এলাকায় “মকসুদ-ফজিলা প্লাজা” মাকের্টের সামনে অবৈধভাবে উচু দেয়াল নির্মাণের অভিযোগ শায়েস্তাগঞ্জে ভেজাল মসলায় সয়লাব ॥ প্রতারিত ক্রেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষেরঘটনায় শায়েস্তাগঞ্জে ১১৬ জনের নামে আরও একটি মামলা দায়ের ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকুরী পূনর্বহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন মাধবপুরে বিএনপির সভা দীঘলবাকের বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় শেভরনের সহায়তা নবীগঞ্জে স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু ॥ ঘাতক মাহমুদ আটক

শায়েস্তাগঞ্জে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ জয়নাল আবেদীনের বসতবাড়ী দখলের চেষ্টা করছে কুচক্রীমহল

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে শ্রমিক নেতা জয়নাল আবেদীনের বসবাড়ীর উপর কুনজর সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার সাবাসপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র ট্রাক ট্যাংক ও লরী শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ৮ মাস পূর্বে একই গ্রামের আব্দুল মোমিন ও শাফিয়া আক্তার প্রিয়ার কাছ থেকে সোয়া ৮ শতক জায়গা ক্রয় করেন। ক্রয়কৃত ভূমির মৌজা বিরামচর, খতিয়ান নং-৫৮৫, এসএ দাগ নং-৩১৪। তিনি এখন পর্যন্ত ভোগ দখল করে বিভিন্ন গাছপালা লাগিয়েছেন। সেই সাথে ওই ভূমির এসএ, আরএসসহ নামজারি দলিল সহ সম্পূর্ণ তার নামে লিপিবদ্ধ করেন। তারপরও অন্যায়ভাবে প্রতিবেশী আব্দুল রাজ্জাকের পুত্র আবু সায়েদ ওরফে সাধু মিয়া ও তার সহযোগী আবু মিয়ার পুত্র মর্তুজ আলীসহ কতিপয় লোকজনের কুদৃষ্টি পড়ে ওই ভূমির উপর। তারা কোনভাবেই জায়গা দখল করতে না পেরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় তার দখলীয় জায়গার চারাগাছ ও বিভিন্ন প্রজাতির গাছ উপরে ফেলে ক্ষতি সাধন করে। পাশাপাশি সাধু মিয়া ও মর্তুজ আলী জয়নাল আবেদীনকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। ইতিপূর্বেও তারা নিরীহ মানুষদেরকে একইভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করে তাদের জায়গা জমি আত্মসাত করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জয়নাল আবেদীন। এ সময় প্রিন্ট ও ইলেকট্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধু মিয়া ও মর্তুজ আলী ও তার লোকজনের অপকর্মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবিসহ মিথ্যা মামলা থেকে অব্যাহতির প্রার্থনা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com