চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বসত ঘরের পাশে পোল্টি ফার্ম স্থাপন করে পরিবেশে দূষণ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী আহাম্মদ বাড়িতে পোল্টি খামার স্থাপন করে। ওই পোল্টি ফার্মের দুর্গন্ধে পার্শ্ববর্তী বাড়ীঘরসহ জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। এ থেকে পরিত্রান পেতে পাশের বাড়ীর সুন্দর আলীর ছেলে আয়াত আলী সুজন গত ১৯ আগষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।