প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্র ইউনিয়ন বৃন্দাবন সরকারি কলেজ সংসদের উদ্যোগে একাদশ শ্রেনীতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের অভিনন্দন জানিয়ে শহীদ মিনারের পাদদেশ থেকে গতকাল অভিনন্দন মিছিল বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিন শেষে বট তলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজ সংসদের আহ্বায়ক সামরিনা নওশিন দীনা। সভা পরিচালনা করেন বৃন্দাবন সরকারি কালেজ সংসদের যুগ্ম-আহ্বায়ক কমল বিশ্বাস। এতে বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি মাহমুদা খাঁ, সহ-সভাপতি দেবেশ ঋষি, সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাস (রাহুল), ছাত্র নেতা এম. এ রাকিব, ছাত্র নেতা মাসুম আহমেদ, ছাত্র নেতা লিটন চন্দ্র গুপ, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম। সভায় বক্তাগন ছাত্র সমাজের অধিকার আদায়ে সমগ্র ছাত্র সমাজকে ছাত্র ইউনিয়নের নীল পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।