বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ধলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ সময় ৬টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন-এর নেতৃত্বাধিন কোর্ট এ অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ধুলিয়াছড়া বালু মহাল এলাকায় দীর্ঘদিন ধরে ফয়জাবাদ বাগানের বাসিন্দা বসন্ত গড়াইতের পুত্র মিটুন গড়াইত ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন-এর নেতৃত্বাধিন কোর্ট এ অভিযান পরিচালনা করে। মিটুন গড়াইতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আটককৃত ৬টি ড্রেজার মেশিন স্থানীয় মেম্বার-এর জিম্মায় প্রদান করা হয় এবং ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এ সময় বাহুবল মডেল থানার এক দল পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।