চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট আশ্রয়ণে সবজি চাষ ও পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণে আশ্রয়ণের বাসিন্দাদের উদ্দ্যেশ্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, সন্তান প্রতিপালন আজকাল মা-বাবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ আজকাল ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীনতা চায়, আর তারা একটু বেশি সংবেদনশীল। তাই খুব সহজেই ঘটে যায় নানা বিপত্তি। এ কথা বলা হয়ে থাকে যে, একটি শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র হচ্ছে তার পরিবার। বড় হয়ে সে যে পরিবেশেই শিক্ষা নিতে যাক না কেন, পারিবারিক শিক্ষার একটা প্রভাব তার মধ্যে সবসময় পরিলক্ষিত হয়। তাই প্রত্যেক মা বাবারই সন্তান প্রতিপালনে কিছু কথা মেনে চলা উচিত। মা-বাবা সন্তানকে খুব বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক। তবে সে ভালোবাসা যেন তার নিজের এবং অন্যের জন্য ক্ষতিকারক না হয় তা মনে রাখা উচিত।
পরে তিনি আশ্রয়ণের উপকারভোগী বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চারা গাছ ও বিজ বিতরণ করেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় ২০২৩-২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আশ্রয়ণ প্রকল্পের কৃষক-কৃষাণীসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৭ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে চারা ও বীজ বিতরণ করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সজীব হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, মনিটরিং অফিসার মোঃ আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
পরে রানীগাঁও আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সুখ-দুঃখের কথা শুনেন এবং সরকারী সকল প্রকার সহযোগীতা করবেন বলে বাসিন্দাদের আশ্বস্ত করেন।