স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উদ্যাগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে শহরতলীর বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামি ব্যাংক পিএলসিরর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হবিগঞ্জ শাখা প্রধান আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবি এডভোকেট শাহ ফখরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান, আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিয়া, বর্তমান মেম্বার জুয়েল মিয়া, কৃষকলীগ নেতা সালেহ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির, বক্তব্য রাখেন এবিএম ফয়জুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজাউল করিম।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গনে কয়েকটি বৃক্ষরোপন করেন।