স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই গ্রামে খোয়াই নদীর বেরিবাঁধের পাশ থেকে মাটি ও বালু উত্তোলন বিষয়ে সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পাওয়া গেলে ৭ দিনের মধ্যে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এর আগে গত ২৭ আগস্ট হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় আব্দাবখাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর বেরিবাঁধ, সংবাদ প্রকাশ হলে আদালতের নজরে আসে। সংবাদে উল্লেখ করা হয়, অবৈধভাবে আব্দাবখাই গ্রামের মৃত ছফিল মিয়ার পুত্র আব্দুল হান্নান নামের এক ব্যক্তির ছত্রছায়ায় প্রতিদিন ড্রেজার মেশিন ও এক্সেভেটর দিয়ে খোয়াই নদীর বেরিবাঁধের পাশ থেকে মাটি ও বালু উত্তোলন করে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন দিয়ে পাচার করছে। এতে একদিকে যেমন, পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মাটি উত্তোলনের ফলে বেরিবাঁধের পাশের অধিকাংশ জায়গা বড় পুকুরের মতো হয়েছে। বেরিবাঁধের পাশের গাছগুলো নদীতে বিলীন হচ্ছে। কিছুদিন আগেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে ওই বেরিবাঁধ মজবুত করা হয়। কিন্তু অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে যে অবস্থা হয়েছে যে কোনো সময় ধ্বসে পড়তে পারে। এ লিজ বাতিল হলেও তার নির্দেশেই আব্দাবখাই গ্রামের হান্নান মিয়া ও তার লোকজন মাটি ও বালু উত্তোলন করছেন।