বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আইন অমান্য করে পাহাড় কেটে বসতঘর তৈরীর চেষ্টার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর জব্দ করা হয়। গতকাল সোমবার বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি টিম এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের নিয়াজ আলীর পুত্র আবুল খায়ের নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঐ কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।