স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের মামলায় আরও ২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে সদর থানার এসআই মমিনুল ইসলামসহ একদল পুলিশ অনন্তপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। তারা হল, সদর উপজেলার পাটলি গ্রামের মৃত কাওসার উল্লার পুত্র ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মতিন (৫০), অনন্তপুর গ্রামের বিল্লু মিয়ার পুত্র যুবদলকর্মী মঈন উদ্দিন শাওন (২০)। গতকাল রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।