স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথি ছিলেন, বরেণ্য অভিনেতা ঝুনা চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর মহাপরিচালক আনোয়ার চৌধুরী, যুগ্মসচিব নজরুল ইসলাম, অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার দেব, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমি (পিপিএম)। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোখলেসুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদনান তাজ আপন।