স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পরিচিত মুখ সাবেক তথ্য অফিসার আবু সালেহ মোহাম্মদ শিবলী আর নেই। (ইন্না…রাজিউন)। গতকাল রবিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। শিবলী হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও চাঁন মিয়া মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন। গতকাল বাদ এশা চাঁন মিয়া মসজিদে জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে তার দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।