চুনারঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় রানীগাঁও পূর্ব বাজারে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আঃ মোছাব্বিরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আইয়ুব আলী, প্রাক্তন সভাপতি আঃ নুর তালুকদার, সাবেক সভাপতি আঃ জলিল, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আইয়ুব আলী, আওয়ামীলীগ নেতা মানিক চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী সুরুজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খয়ার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন- যুবলীগের হেলাল, দুলাল, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইদুর রহমান সুবেল, যুগ্ম আহ্বায়ক এনাম, ছাদেক, ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহেদ খান লিমন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক মিয়া, শ্রমিকলীগের মহব্বত আলী, কৃষকলীগের মোশাহিদ, চুনু মাস্টার সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সভা পরিচালনা করেন রানীগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক ও জসিম উদ্দিন সজীব। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করা হয়।