স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান অভিযুক্ত করে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হযেছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বাদী হয়ে গতকাল হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্ত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সেতু, যুবদল নেতা মহিবুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, গোলাম মাহবুব, গুলজার আহমেদ খান, জিকে গাফফার, গোলাম মওলা, শেখ মামুন, যুবদল নেতা মুর্শেদ আলম সাজন, মহসিন শিকদার প্রমূখ। উল্লেখ্য, গত রোববার (২০ আগস্ট) বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরের শায়েস্তানগর এলাকায় সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল সহকারে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামীলীগের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে মামলাটি করেন।
সদর মডেল থানার পরিদর্শক বদিউজ্জামান বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারি অভিযোগে ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেন, বিএনপিকে মামলা দিয়ে তাঁদের উদ্দেশ্যে সফল কবে না। এগুলো আইনীভাবে মোকাবিলা করা হবে।