নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী) বলেছেন, এখনো রাজাকারের উত্তরসুরীরা বাংলাদেশ আওয়ামী লীগে ঘাপটি মেরে রয়েছে। এইসব রাজাকারের সন্তানরা দেশের শত্রু, জাতির শত্রু এরা সবসময় দেশের জন্য হুমকিস্বরূপ। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগে ঘাপটি মেরে বসে থাকা এইসব রাজাকার শাবকদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করা উচিৎ। গতকাল শনিবার (২৬ আগস্ট) নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এমপি মিলাদ গাজী আরও বলেন, আওয়ামীলীগের মুখোশ পরে থাকা রাজাকার সন্তানরা দলে থেকেও দলের নেতাকর্মীদের বিরোধীতা করে, দলীয় এমপিদের বিরোধিতা করে সরকারের উন্নয়ন কে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ সময় তিনি ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারেক জিয়া কে দেশে এনে শাস্তির দাবী জানান। আওয়ামীলীগের নেতারা বলেন- মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তাই মুক্তিযুদ্ধের একজন সংগঠকের সন্তান হিসেবে এমপি মিলাদ গাজী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করে যাচ্ছেন। তার রক্তে একজন প্রকৃত আওয়ামীলীগের রক্ত বইছে বলেও বক্তারা তাদের বক্তব্যে বলেন। পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বোগম, সাধারণ সম্পাদক সাঈফা রহমান কাকলী, বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুলাল চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, প্যানেল চেয়ারম্যান মালিক মিয়া, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়ুক চোধুরী বিপ্লব, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শামসুন্নাহার, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা বেগম। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগ এবং মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।