স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়েছে স্বজনরা। হামলায় সুজাতপুর ফাঁড়ির এসআই রাজু বৈষ্ণব ও এএসআই আবুল কালাম আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই রাজু বৈষ্ণবের নেতৃত্বে একদল পুলিশ উত্তর সাঙ্গর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে একটি মারামরি মামলার পরোয়ানাভুক্ত আসামী সফিউল আলম লিটন তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। এ সময় লিটনের স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা করে লিটনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই রাজু বৈষ্ণব ও এএসআই আবুল কালাম আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই রাজু বৈষ্ণব ও এএসআই আবুল কালামকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। আসামী লিটন তালুকদার উত্তর সাঙ্গর গ্রামের শামছুল হক তালুকদারের ছেলে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন জানান, হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান করছে।
উল্লেখ্য, গত বছর উত্তর সাঙ্গর গ্রামের শামছুল হক তালুকদার গংদের সাথে একই গ্রামের ফারুক হাসান গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফারুক হাসান গংদের বেশ কয়েকজন লোক আহত হয়। এ ঘটনায় ফারুক হাসান বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।