বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

সুলতানশী গ্রামে ব্যবসায়ী হত্যার ঘটনায় আব্দুল ওয়াহিদের ফাঁসি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে মোঃ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২৬ বছর পর আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ-১ মোঃ আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
পেশকার সৈয়দ গোলাম হাদী জানান, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে সুদের টাকার জন্য আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঃ হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২ জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার তৎকালীন এসআই গোলাপ রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। অন্যদের রহস্যজনক কারণে বাদ দেয়া হয়। পরে বিজ্ঞ আদালত ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন। রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান। তবে আসামিপক্ষ জানায় তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি ওয়াহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com