স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে মোঃ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২৬ বছর পর আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ-১ মোঃ আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
পেশকার সৈয়দ গোলাম হাদী জানান, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে সুদের টাকার জন্য আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঃ হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২ জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার তৎকালীন এসআই গোলাপ রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। অন্যদের রহস্যজনক কারণে বাদ দেয়া হয়। পরে বিজ্ঞ আদালত ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন। রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান। তবে আসামিপক্ষ জানায় তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি ওয়াহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।