স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানি উমদা বাজারে অভিযান চালিয়ে মজুত আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত বুধবার বিকালে ডিবির ওসি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এসআই রিয়াজ ও সুহেল রানাসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। সে পানি উমদা গ্রামের মৃত নুরুজ আলীর পুত্র। এ বিষয়ে ডিবি মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।