বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

শহরে ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধিতে মেয়র সেলিমের উদ্বেগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পৌর এলাকার পাড়া মহল্লায় এক শ্রেনীর মাদকাসক্ত ছিঁচকে চোরের দৌরাত্ম্য পৌরবাসীর জন্যে দুঃশ্চিন্তার কারণ হয়েছে বলে তিনি মনে করেন। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘সম্প্রতি পৌর এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বিভিন্ন পাড়া-মহল্লায় সবসময় ছোটখাটো চুরির ঘটনা লেগেই আছে।’ তিনি বলেন, ‘শহরে একশ্রেনীর মাদাকাসক্ত তরুন-যুবক চুরির দিকে ঝুকে পড়ছে। তারা একটু নিরিবিলি পরিবেশ পেলেই বাসা-বাড়ীর আঙ্গিনা, বিল্ডিংয়ের পিছনে, বাগান, বারান্দা অথবা জানালার গ্রিল কেটে লোহালক্কর, বালতি, মটর, বাল্ব, কাপড়-চোপড়, মোবাইল ইত্যাদি চুরি করে নিয়ে যায়। চুরি করা সামগ্রী তারা শহরের আনাচে কানাচে গজিয়ে উঠা ভাঙ্গারির দোকানে বিক্রি করে।’ তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে প্রায় ৩ বছর আগে বাসা-বাড়ীতে পানি সরবরাহের মিটার স্থাপন করা শুরু হয়েছিল। অনেক এলাকায় ওই সমস্ত মিটার চুরি হয়ে যাচ্ছে।’
মেয়র বলেন,‘হবিগঞ্জ পৌরসভা হতে কোথাও ভাঙ্গারির দোকানের ট্রেড লাইসেন্স দেয়া হয় না। এ সকল অবৈধ ভাঙ্গারির দোকানের মালিকদের সাথে চোরচক্রের যোগসাজস থাকে।’ মেয়র আতাউর রহমান সেলিম আরো বলেন, ‘শহরের ছিঁচকে চোরের উপদ্রব কমাতে ব্যাপকভাবে পুলিশী তৎপরতা বাড়ানো প্রয়োজন। এছাড়াও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা এবং পাড়া মহল্লায় পাহাড়াদারদের সক্রিয় করার মাধ্যমে চোরচক্রের দৌরাত্ম্য কমানো সম্ভব।’ এ ব্যাপারে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন এলাকার সচেতনমহলের একযোগে উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে তিনি মনে করেন। মেয়র হবিগঞ্জ পৌর এলাকার ভাঙ্গারি দোকানদারগনকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সড়িয়ে ফেলার আহবান জানান। পৌর এলাকা হতে ভাঙ্গারির দোকানগুলো সড়িয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। হবিগঞ্জ পৌরসভার নাগরিকগনকে চোরের উপদ্রব হতে মুক্ত করতে পাড়া মহল্লায় অভিযান জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সাথে সাথে শহরের চিহ্নিত চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতেও তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com