স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালিব চৌধুরী (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত পৌনে একটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যু সংবাদ প্রচার হলে শহরে শোকের ছায়া নেমে আসে। এদিকে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে নাতিরাবাদ পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। জানাযা ও দাফনের সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জুনায়েদ মিয়া, নাতিরাবাদ পঞ্চায়েতের মুরুব্বি হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালেক টেনু, মোহাম্মদ শামছু মিয়া, সিরাজুল ইসলাম মনফর, ক্রীড়া ব্যক্তিত্ব মইন উদ্দীন তালুকদার সাচ্চু, রাজনীতিবিদ ময়েজউদ্দিন শরীফ, জীবন সংকেতের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাভেলসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আব্দুল মোতালিব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। সংগঠনটির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানান তারা। এতে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দূল হাই চৌধুরী সানুর পিতা মরহুম আব্দুল মোতালিব চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।