স্টাফ রিপোর্টার ॥ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ছাত্রদের সাথে ভাদৈ আইডিয়াল স্কুলের ছাত্রের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করা হয়। এসময় বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা, টমটম, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করা হয়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জে কে স্কুলের ছাত্ররা জানায়, আইডিয়াল স্কুলের বেশ কিছু ছাত্র তাদের এক সহপাঠীকে মারধর করে আহত করে। ঘটনার খবর পেয়ে তারা উত্তেজিত হয়ে উঠে গাড়ি ভাংচুর করে ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ করে। খবর পেয়ে সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।