স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৩শ টাকার জন্য পাওনাদারকে হত্যার দায়ে চা শ্রমিক সাধন সাওতাল (৪৬) কে যাজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ ইয়াছির আরাফাত গতকাল সোমবার এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত সাধন সাওতাল মাধপুর উপজেলার জগদীশপুর চা বাগানের লেবা মারা এলাকার মৃত বীরবল সাওতালের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০০৬ সালের ১ অক্টোবর দুপুরে একই এলাকার রসুলপুর গ্রামের ইছব আলীর পুত্র ইউনুছ আলী তার পাওনা ৩শ টাকা আদায়ের জন্য দন্ডপ্রাপ্ত সাধন সাওতালের বাড়ীতে যায়। এ সময় সাধন সাওতাল ও ইউনুছ আলীর মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সাধন সাওতাল উত্তেজিত হয়ে শ্বাসরুদ্ধ করে পাওনাদার ইউনুছ আলী (৫৫) কে হত্যা করে লাশ তার ঘরের ভিতরে মাটির নিচে পুতে ফেলে।
এ ঘটনায় নিহত ইউনুছ আলীর ছোট ভাই মনু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে গতকাল আসামীর বিরুদ্ধে উপরোক্ত দন্ডাদের্শ প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল।