স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জালালাবাদ গ্রামে তানিশা আক্তার নামের এক বছরের শিশু পানি ভর্তি বালতিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে বাড়িতে বাড়িতে থাকা পানিভর্তি বালতিতে সকলের অগোচরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন আঁচ করতে পেরে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের আক্তার মিয়ার কন্যা। এ দিকে এমন মৃত্যুর ঘটনায় বাসা-বাড়িতে পানি ভর্তি বালতি রাখার ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।