স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার কামরুল আমীনের সাথে বিদায়ী সাক্ষাত করেছেন হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালনায় সৌজন্য সাক্ষাতকালে আলোচনায় অংশ নেন-হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, এটিএন বাংলা প্রতিনিধি মোঃ আব্দুল হালীম, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, যমুনা টিভি প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, মাছরাঙা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, প্রকাশিতব্য দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রকাশক আনিসুর রহমান আদিল, ইসলামী টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য মোঃ সুরুজ আলী ও হবিগঞ্জ সমাচারের বিশেষ প্রতিনিধি অসীত চৌধুরী প্রমূখ।
সাক্ষাতকালে পুলিশ সুপার হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সুপারের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিদায়ী পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।