মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার খসড়া ভোটার এলাকার ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। গত ১৬ আগষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এ খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেন।
হবিগঞ্জ জেলার ৪টি নির্বাচনী এলাকায় হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) একযোগে এ খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ভোট কেন্দ্রের বিষয়ে যদি কারও আপত্তি থাকে তাহলে আগামী ৩১ আগষ্ট বৃহস্পতিবার এর মধ্যে খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি/আপত্তি গ্রহন করা হবে। প্রাপ্ত দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর, খসড়া ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর।