স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছাত্র লীগ নামধারী দুষ্কৃতীদের বিএনপির জেলা অফিস ভাঙচুর এবং বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর বাসায় আক্রমণের হীন চেষ্টা করার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন নিন্দা জ্ঞাপন করেন এবং আক্রমণকারী দুষ্কৃতকারীদের শাস্তির দাবী করেন। তিনি বলেন সরকারী দলের এই অপচেষ্টা হবিগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে। তিনি সরকারী দলকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সাথে সাথে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দলমত নির্বিশেষে নিরপেক্ষ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।