শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্গত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ আগস্ট দুপুর ১২ টায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। লৈঙ্গিক দিক থেকে বৈচিত্রময় জনগোষ্ঠীর স্বাস্থ্য, অধিকার বাস্তবায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের মধ্যে হিজড়া, ট্রান্সজেন্ডার, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ এবং বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করা এরই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম সমূহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে উপজেলা পর্যায়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে শায়েস্তাগঞ্জ উপজেলার চার শ্রেণীর মানুষের সেবাটি নিশ্চিত করার জন্যই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলএনওবি কমিটির সিলেট বিভাগীয় সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট এর ইএলএমসি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী সাখাওয়াত হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরাতুন নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। সভায় বিভিন্ন শ্রেণী পেশা ও শ্রেণীভুক্তদের মধ্য থেকে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক প্রতিদিনের বাণী প্রতিনিধি সৈয়দ শাহানশাহ পীর, কাউন্সিলর তহুর আক্তার, ইউপি সদস্য আবুল কালাম,ওয়েভ ফাউন্ডেশনের সম্পাদক মোতাব্বির হোসেন, সেলিনা বেগম,মাইশা হিজড়া, পারুল হিজড়া, জুনায়েদ হিজড়া, রামপাল হরিজন, দেবু হরিজন, সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে সচেতন করণ, একই সাথে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে তাদের সমানভাবে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্থানীয়ভাবে এই চার শ্রেণীর মানুষের সমস্যার বিষয়ে প্রশাসন সহ সকলকে অবহিত করণের মাধ্যমে আগামী দিনে তাদের সকল রকম কার্যক্রমের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।