স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফান্দাউক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী অপহরনের ৪ মাস ৫ দিন পর ঢাকার জুরাইন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার তার পরিবারের লোকজন গোপন সংবাদের ভিত্তিতে জুরাইন পুলিশের সহযোগিতায় উদ্ধার করে। ওই ছাত্রী লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সাহাবুদ্দিনের কন্যা সাবিনা খাতুন (১৪)।
জানা যায়, গত ১৫ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোজাঁখুজির পরও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ ব্যাপারে ছাত্রীর পিতা সাহাবুদ্দিন বাদী হয়ে ওই গ্রামের শাহজাহান মিয়ার পুত্র ইলিয়াস মিয়া, মাহফুজ মিয়া, মুসা মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে লাখাই থানায় অপহরণ মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় লাখাই থানার এসআই মারুফ হোসেন আসামী মুসা মিয়া ও মাহফুজ মিয়াকে গ্রেফতার করেন। পরে তারা জামিনে মুক্তি পায়।
এদিকে গতকাল বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ছাত্রীর অভিভাবকরা জুরাইন থানা পুলিশের সহযোগিতায় সাবিনা খাতুনকে উদ্ধার করে লাখাই থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।